হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ সম্পৃক্তরা ক্যাম্পাসে, ক্লাস-পরীক্ষা বর্জন বুয়েট শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার থেকে কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের অভ্যন্তরীণ ফেসবুক-মেসেঞ্জার গ্রুপ, অফিশিয়াল ফেসবুকেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। 

হল সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশল বিভাগের (ইইই) ১৯ তম ব্যাচের ছাত্র আফনান আহমেদ ও ইরফান আহমেদ পরাগ নামে দুজন শিক্ষার্থী, যাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাঁরা হলে ওঠার চেষ্টা করেন। এ সময় হলের শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। একই সঙ্গে ছাত্রলীগের সঙ্গে যুক্ত আরও চারজনকে নিয়ে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা রাতে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাঁদের বের করে দেন এবং অভিযুক্তদের পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দেন। 

এ বিষয়ে বুয়েটের বিভিন্ন ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে যারা জড়িত, যারা বিভিন্ন সময় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাঁদের আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। তাঁরা আমাদের ক্যাম্পাসের জন্য অনিরাপদ। তাঁদের নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করছি।’ 

বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলো পেশ করেছেন। এ সময় অধ্যাপক বদরুজ্জামান শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন। তবে শিক্ষার্থীরা দৃশ্যমান পদক্ষেপ দেখলে ক্লাস-পরীক্ষায় ফিরবেন বলে জানান। 

উল্লেখ্য, সরকারের পতনের পর গত ৩১ আগস্ট থেকে বুয়েটের স্নাতক শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি