হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়া থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকার ম্যাগপাই বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

গ্রেপ্তারকৃত নাম আনারুল ইসলাম (৩০)। তিনি মফিজ উদ্দিনের ছেলে। নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া ফুলতলা এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, জেএমবি সদস্য আনারুল ইসলাম আশুলিয়া থানা এলাকায় নাম-পরিচয় গোপন করে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। পাশাপাশি সাংগঠনিক কাজ করতেন। ২০১৫ সাল থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার আসলাম জানান, আনারুল প্রথমে হানাফি মাজহাবের তরিকায় নামাজ পড়তেন। পরে মাজহাব পরিবর্তন করে আহলে হাদিসের তরিকায় নামাজ পড়া শুরু করেন। তখন নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁর মাধ্যমে জেএমবিতে দীক্ষিত হন।

 ২০২১ ও ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সহযোগী আহিদুল, নুর আমীন, ওয়াহিদ, আপেলসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য গ্রেপ্তার হন। ওই সময় আনারুলের নাম প্রকাশিত হলে তিনি কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসেন। তারপর আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন