হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু ও অবৈধভাবে স্টেশন থেকে সিলিন্ডার ভর্তি কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন গাড়ির চালক ও মালিকেরা। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ২০ পর্যন্ত তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় এ অবরোধ চলে। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে। 

এদিক খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর ২টা ২০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। 

মহাসড়ক অবরোধকারী গাড়িচালক ও মালিকেরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 

অবরোধকারীরা আরও জানান, কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী। অচিরেই এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন