হোম > সারা দেশ > ফরিদপুর

দেশবাসীর জন্য দোয়া চাইলেন ফিলিস্তিনি যুবক হামিদ

ফরিদপুর প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশে দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন ফিলিস্তিনি যুবক আল হামিদ। তিনি ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী। 

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে যুব উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ চলাকালে ফিলিস্তিনি ওই যুবক বক্তব্য দেন। 

বক্তব্যে আল হামিদ বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের দেশে যুদ্ধ চলছে। আমাদের দেশে বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। আমাদের সঙ্গে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ অনেক ভালো দেশ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ 

যুব ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মনসুর আহমেদ, ইমাম কল্যাণের নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, যুব ও উলামা কল্যাণ পরিষদের সহসভাপতি  মুফতি আসাদুজ্জামান, সহসভাপতি মুফতি তানভীর আহমেদ প্রমুখ।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য এবং কার্যকর ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের ওপরে নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা শুধু কথায় কথায় মানবতার বুলি আওড়ালেও ফিলিস্তিনি জনগণদের ওপর  দীর্ঘদিন ধরে এই নির্মম অত্যাচারের কথা স্বীকার করতে লজ্জাবোধ করে।

এর আগে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্থান থেকে কয়েক শ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩