হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাক উল্টে মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার উল্টে যাওয়া ট্রাক অপসারণের কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ট্রাক উল্টে সাত কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উল্টে যায়। এতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালকেরা।

দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে সোনারগাঁও রূপসা টাওয়ার এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারে যানজট দেখা যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার ট্রাক উল্টে ঢাকামুখী লেনে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

দিদার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছেন।

হানিফ নামের এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বাস আটকে আছে। তাই নিরুপায় হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিআই আবু নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের টিম পাঠানো হয়। আমরা সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারব।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য