নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ থেকে শ্রমিকেরা সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক।
এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা পৌনে ১২টার দিকে সড়ক থেকে চলে যান। পরে আজকের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের বহনের জন্য দুই ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে। কারখানার পক্ষ থেকে পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করা হয়। আবার নিজেদের উদ্যোগেও বাস ভাড়া করে যাতায়াতে করে থাকেন শ্রমিকেরা। গতকাল বুধবার যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে তা শ্রমিকদের পক্ষ থেকেই ভাড়া করা হয়েছিল। শ্রমিকদের পক্ষ থেকে যেসব বাস ভাড়া করা হয় তার অধিকাংশই জরাজীর্ণ। এ কারণে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের যে দাবি জানানো হয়েছে তা কারখানার নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবহনের দাবির বিষয় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।