পাওনা আদায়ে সংবাদ সম্মেলন করবে চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিতদের সংগঠন গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলের তৃতীয় তলায় (পশ্চিম ব্লক) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন লিমিটেড কর্তৃপক্ষের মাধ্যমে বৈষম্যের শিকার বর্তমান এবং সাবেক শ্রমিকদের আইনগত পাওনা ‘অংশগ্রহণ তহবিল’ ও ‘কল্যাণ তহবিল’-এর বিলম্ব জরিমানার টাকা পরিশোধ না করে পরিকল্পিতভাবে আইন লঙ্ঘন করে টাকা আত্মসাতের পাঁয়তারা করছে। শ্রমিকদের বঞ্চিত করার হীন উদ্দেশ্যে গত ১৫ বছর মামলা ঝুলিয়ে রেখে এবং আইনগতভাবে পাওনা টাকার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।
এতে আরও জানানো হয়, গত ২ ডিসেম্বর থেকে বর্তমান এবং সাবেক সাধারণ কর্মীরা ধারাবাহিকভাবে সব অনিয়ম ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করা হচ্ছে।