হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় ১২ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৪৩)।

আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়ে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ‘গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় দুই’শ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।’

শিহাব করিম আরও বলেন, ‘ওই মামলায় আবুল কালাম আজাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। মামলাটির বিচারকার্য শেষে আজাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ১২ বছর ধরে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আজাদকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য