উত্তরা (ঢাকা) প্রতিনিধি
এক্সকাভেটরের ধাক্কায় রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিটের (বিএআরটি) উড়াল সড়কের গার্ডার নিচে পড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখে যায়, আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনের মহাসড়কের বাঁ পাশে ওপর থেকে একটি গার্ডার নিচে পড়ে রয়েছে। গার্ডারটি কয়েকটি খণ্ডে ভেঙে একাকার হয়ে গেছে। ঘটনাস্থলে বিআরটির কাজে সম্পৃক্ত থাকা কয়েকজন চীনা নাগরিক ও বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে চীনা নাগরিক ও শ্রমিকেরা গার্ডার ধসের বিষয়ে কিছুই বলেননি। সাংবাদিক যাওয়ার পরই চীনা নাগরিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটির কার্যক্রম চলছে। এর মাঝেই হুট করে একটি গার্ডার ধসে বিকট শব্দে নিচে পড়ে যায়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’