হোম > সারা দেশ > ঢাকা

দেশে বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রল আড়াই টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫ টাকা ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত ৩১ মার্চ লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করে সরকার। তবে অপরিবর্তিত থাকে পেট্রল, অকটেনের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এখন থেকে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। এতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য ঘোষণা করবে সরকার।

২০২২ সালের ৫ আগস্ট রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এটাই ছিল জ্বালানি তেলের দাম বাড়ানোর সর্বোচ্চ রেকর্ড।

তখন গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। তার আগে ২০২১ সালের নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়। ওই সময়েও পরিবহন ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।

আইএমএফের কাছ থেকে সরকার ৪ বিলিয়ন ডলার ঋণ নেয়। এই ঋণের শর্ত ছিল জ্বালানি, বিদ্যুৎ কৃষিসহ বেশ কিছু খাতে ভর্তুকি তুলে দেওয়া। এরই অংশ হিসেবে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন