হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যুবতীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে বেড়াতে আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের একটি বিলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আরমান (২৩), একই এলাকার ইয়াসিন (২০) এবং রূপালী আবাসিক এলাকার আবু বক্কর সিদ্দিক (২২)। 

ভুক্তভোগী যুবতী জানান, ‘গত ১৪ ফেব্রুয়ারি বন্দরের সোনাকান্দা এলাকায় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার পথে আসামিরা আমার পথরোধ করে। এরপর আমাকে জোরপূর্বক পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার হাতে থাকা মোবাইল ও গলার চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে যায়।’ 

এই বিষয়ে ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী গতকাল শুক্রবার রাতে এসে থানায় মামলা করেন। আজকে দিনভর বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়