Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নার্সারি কর্মী আবুল হত্যা: মালিকসহ দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নার্সারি কর্মী আবুল হত্যা: মালিকসহ দুজনের মৃত্যুদণ্ড

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি নার্সারির কর্মী (মালি) আবুল হোসেনকে হত্যার দায়ে ওই নার্সারির মালিকসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং আরেক কর্মী (মালি) আনোয়ার হোসেন ওরফে আনারুল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌসুলী সাদিয়া আফরিন।

তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছে। তারা গ্রেপ্তার হওয়ার পর বা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায়ের কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন নিতে হবে। আদালত দুইজনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, আবু তাহের নামে একজন ও আসামি মুস্তাফিজুর রহমান বিমানবাহিনীর কুর্মিটোলায় ২২২ এম ইউ বিল্ডিং সংলগ্ন এলাকায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নার্সারি কর্মী (মালি) আবুল হোসেনের মৃতদেহ এম ইউ বিল্ডিংয়ের অফিসের পেছনে ম্যানহোলের মধ্যে পাওয়া যায়। 

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়, মালিক মোস্তাফিজুর রহমান নার্সারির অপর মালি আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে দুই দিন আগে আবুল হোসেনকে খুন করে ফেলে রাখেন। 

অভিযোগ করতে আরও বলা হয় বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও পূর্ব শত্রুতার কারণে আবুল হোসেনকে খুন করেন নার্সারি মালিক ও অপর মালি। 

২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিল ‘খুনিকে’, উদ্ধার গলাকাটা লাশ

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর