রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়
আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারটির যাত্রাবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় প্রায় আধাঘণ্টা ফ্লাইওভারে যানচলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি হায়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে মাইক্রোবাসটি তার আগেই পুড়ে যায়। মাইক্রোবাসটির চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। এই ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।