হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে সেনা সদস্য নিহতের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনা সদস্য নিহতের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন–সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া। এর মধ্যে আসামি সুমন মিয়া পলাতক রয়েছেন। 

বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূইয়া সবুজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম সাত দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত হওয়ায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় তার বন্ধু ফারহান হাবিবের বাসায় রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। 

পথে মৌচাক এলাকায় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। 

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয় এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় সেই আরজি থাকবে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন