হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সেনা সদস্য নিহতের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনা সদস্য নিহতের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন–সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া। এর মধ্যে আসামি সুমন মিয়া পলাতক রয়েছেন। 

বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূইয়া সবুজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম সাত দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত হওয়ায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় তার বন্ধু ফারহান হাবিবের বাসায় রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। 

পথে মৌচাক এলাকায় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। 

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয় এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় সেই আরজি থাকবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য