হোম > সারা দেশ > ঢাকা

প্রত্যয় স্কিম: আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির বিষয়ে ও সংকট নিরসনে আলোচনা করতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। ঢাবি কলাভবনের প্রধান ফটকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে এ কথা জানান তিনি। 

শিক্ষকনেতা নিজামুল হক বলেন, ‘ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনো সময় জানানো হয়নি।’ 

আন্দোলন চলমান থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

নিজামুল আরও বলেন, ‘আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। উনিও আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

এর আগে চলতি বছরের ২০ মে সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

এদিন সংবাদ সম্মেলন করে ২৫ মের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে সারা দেশে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।

শিক্ষক ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী, ২৬ মে রোববার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি, ২৮ মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশে একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

এরপর ধাপে ধাপে অর্ধবেলা থেকে শুরু করে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ নেতাকে অব্যাহতি

সেকশন