Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা রিজেন্সি, খাজানাসহ তিন রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা রিজেন্সি, খাজানাসহ তিন রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি, উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রিজেন্সি হোটেল ও প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।

উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়টি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তাঁরা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন। 

কামরুজ্জামান বলেন, জসীমউদ্‌দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।

রাজউকের অথোরাইজড অফিসার পলাশ সিকদার আজকের পত্রিকাকে বলেন, খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের আংশিক সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু রেস্টুরেন্টকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন