হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর মমতাজ (৫০) নামের এক গৃহকর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

গত ১৭ অক্টোবর মমতাজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী। 

এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, পারিবারিক কলহের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, ‘আমার মায়ের মাথায় সমস্যা ছিল।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭