Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

খেতে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শরীয়তপুর প্রতিনিধি

খেতে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
শরীয়তপুরে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ। ছবি: আজকের পত্রিকা

বন্য প্রাণী থেকে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। নিজের পাতা ফাঁদে স্ত্রীসহ প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার শরীয়তপুরের জাজিরা নাওডোবা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।

কৃষক ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম ওই গ্রামের বাসিন্দা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, নাওডোবা এলাকায় ফসলের খেতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস খাঁ বাড়ির কাছে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই ভুট্টা শজারুর হাত থেকে বাঁচানোর জন্য জমির চারপাশে তারের সাহায্যে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি।

আজ সকালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম একসঙ্গে ভুট্টাখেতে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শেফালী স্বামীকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এতে স্বামী-স্ত্রী দুজন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির ভাতিজা সাগর খাঁ বলেন, ‘শজারুর হাত থেকে খেতের ভুট্টা রক্ষা করতে গিয়ে জমিতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন আমার কাকা ইদ্রিস খাঁ। তাঁর পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কাকা-কাকি দুজনে ফসলের খেতে মারা গেলেন।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু