হোম > সারা দেশ > ঢাকা

জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্যসচিব অনীক

জাবি প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৯
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৪
জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্যসচিব অনীক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করা হয়েছে।

আজ বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

আহ্বায়কের দায়িত্ব পাওয়া জহির উদ্দিন বাবর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

নতুন গঠিত ১৭৭ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি

টাকার বিনিময়ে আসামি পালানোর নাটক সাজানোর অভিযোগ, তদন্ত কর্মকর্তাসহ বরখাস্ত ২