হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরঝিলে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আশরাফ হোসাইন (৪২) নামে এক চালক মারা গেছেন। 

আজ সোমবার বিকেল চারটার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু ঘোষণা করেন। 

ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সামনে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা দুজন যাত্রী সামান্য আহত হন। তবে চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাতিরঝিল থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই চালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’ পথচারীরা জানান, সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

আশরাফের মামা মাহতাব উদ্দিন মুঠোফোনে বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ, কে স্কুলের পিছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন আশরাফ। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাইতেন তিনি।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল