হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের পর মারা গেল মেয়েও

ফরিদপুর প্রতিনিধি

মা-মেয়েকে ধাক্কা দেওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মা ও আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চলচিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)। এ ঘটনায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যার পর মা ও মেয়ে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মা-মেয়েকে সজোরে ধাক্কা দিলে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মা সাজেদা বেগম মারা যায় এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেয়ে আছিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন