Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। দীর্ঘ ভোগান্তির পর টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বেলা ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

সরেজমিন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, পরিবহনের তেমন চাপ নেই। কয়েকটি করে গাড়ি যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। 

এর আগে ফিটনেসহীন পরিবহন, সেতুর ওপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চলাচলে ধীর গতি ও যানজটের সৃষ্টি হয়েছিল। মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস হতে সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, পুরো মহাসড়কে তেমন কোনো পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়িগুলো। দুপুরের পর মহাসড়ক ফাঁকা হয়েছে। গাড়ির চাপও কমেছে। আর চাপ বাড়ার সম্ভাবনা নেই। 

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করতে কিছুটা সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেতুর টোল প্লাজার কাছে কিছুসংখ্যক পরিবহন থাকলেও সেতুর দুই পাশে তেমন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে পরিবহন।’

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার