হোম > সারা দেশ > ঢাকা

এক যুগ আগের গাড়ি পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জন খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক যুগ (১২ বছর) আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান খালাসের এই আদেশ দেন। 

খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন। তিনি জানান, দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ায় আদালতে আসামিদের খালাসের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে খালাস দেন। 

আইনজীবী আরও জানান, এই মামলায় চার্জশিটভুক্ত ছিলেন ৯ জন আসামি। এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়। 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি ভাঙচুর করেন এবং বিস্ফোরণ ঘটান। 

এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। এরপর ২০১৭ সালে ৯ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন