ঢামেক প্রতিবেদক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মারধরে মধু ভান্ডারি (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। ঘটনাটি বনানী থানার পুলিশ তদন্ত করছে।
নিহতের শ্যালক মো. কালাম জানান, মধু ভান্ডারির বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কাশিয়াপুর গ্রামে। তিনি মহাখালী সাততলা বস্তিতে থাকতেন। মধু ভান্ডারি পেশায় ভিক্ষুক ছিলেন।
কালাম দাবি করেন, মঙ্গলবার রাতে সাততলা বস্তির পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় রুবেল নামে এক ব্যক্তি মধু ভান্ডারিকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে বস্তির লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
তবে কী কারণে মধু ভান্ডারিকে মারধর করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মো. কালাম।