রাজধানীর নয়া পল্টনের বিএনপি কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, পৌনে দুই লাখ বোতল পানি, দুটি ট্রাক এবং অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।
আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কার্গো ভ্যানে ভর্তি চাল আনা হয়েছিল। যেন তিন দিন আগে থেকেই দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান করা নেতা-কর্মীদের খাওয়ানো যায়। তবে বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের হটিয়ে দেয়।
বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়েছে। ভেতর থেকে অন্তত তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচারণার জন্য আনা মাইকসহ দুটি ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে নেয় পুলিশ। এ ছাড়া কার্যালয়ের আশপাশ থেকে অন্তত অর্ধশতাধিক মোটরবাইক পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ জানান, কার্গো ভর্তি চাল আনা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। কার্গোর চালক পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, অনুমতি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনেই বিএনপি দশ তারিখে সমাবেশ করতে চেয়েছিল। এ জন্য তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। নেতা-কর্মীদের রান্না করে খাওয়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল।
আরও পড়ুন: