হোম > সারা দেশ > ঢাকা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটির কাউন্সিলররা

আজকের পত্রিকা ডেস্ক­

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটি করপোরেশনের কাউন্সিলররা। সুযোগ পেলে তারা সরকারের কাজে সহযোগিতা করতে চান। তাই রাজধানী ঢাকার দুই সিটি বাদে বাকি ১০ সিটির কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন অপসারিত কাউন্সিলররা।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে সরকারকে বিষয়টি বলব। তবে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিন আপনাদের কাজ কী, আপনারা অরাজনৈতিক। মহাসমাবেশ করে সরকারকে বোঝাতে পারলে আপনারা জয়ী হবেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী গোলাম কিবরিয়া ও আয়েশা আক্তার।

সমাবেশে উপস্থিত বিভিন্ন সিটির অপসারিত কাউন্সিলররা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। তারা জনগণের সেবা করার সুযোগ চান। কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গারা ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে, তারা এই সরকারকে (অন্তর্বর্তী) পূর্ণ সমর্থন দেবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের কাউন্সিলরদের গত ২৭ সেপ্টেম্বর অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সময় পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তার আগে ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়