Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির গণ-অবস্থান: নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

রাশেদ নিজাম, ঢাকা

বিএনপির গণ-অবস্থান: নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণ-অবস্থান চলছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি শুরু হয়।

বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ রয়েছে। নয়াপল্টন ও এর আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত স্থানে গণ-অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ এবং কোনো বিশৃঙ্খলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি। রাস্তা বন্ধ না করে যেন কর্মসূচি পালন করা হয়, সেভাবে তাদের বলা হয়েছে।’ 

বিএনপির গণ-অবস্থানকে কেন্দ্র করে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরানয়াপল্টনে বিএনপি কার্যালয়ের উল্টো দিকের সড়কে যান চলাচলের জন্য ফাঁকা রাখার বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেন, ‘আমরা জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছি। একপাশে যানবাহন চলছে।’ 

এদিকে গণ-অবস্থানের কর্মসূচিতে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতারাসহ দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। একই সঙ্গে কর্মসূচিতে শামিল হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। দুপুর ২টায় এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থানের কর্মসূচি পালন করছে দলটির সমমনা জোট ও দলগুলোও। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালন শুরু হলো।

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা