নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১১ থেকে ১২ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হওয়া এ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শ্রী রণজিৎ কুমার, চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ, জিসিএনইপি ও প্রধান, এনসিপিডব্লিউ, ডিএই এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মো আলী হোসেন, অতিরিক্ত সচিব (এনপি), বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
আজ শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে নিয়োজিত ভারতীয় বিশেষজ্ঞরা যে সেবা দিচ্ছেন, তার জন্য বাংলাদেশের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উভয় পক্ষই ক্যানসারের যত্ন, পারমাণবিক ওষুধ এবং খাদ্য সংরক্ষণের মতো ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির সামাজিক প্রয়োগে সহযোগিতার জন্য তাঁদের ইচ্ছার কথা জানিয়েছে।
বৈঠকটি ফলপ্রসূ ছিল। এ বৈঠকে স্বাস্থ্য, কৃষি, জল বিশুদ্ধকরণ, নিজেদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।