হোম > সারা দেশ > ঢাকা

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৩
গ্রেপ্তার সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে বাবুই। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫) ও তাঁর ছেলে বাবুইকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে এই তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক। তিনি বলেন, ‘আমাদের থানার রাজনৈতিক মামলায় মতি ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।’   

গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়কও।

আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে মোহাম্মদ সুজন হক বলেন, ‘না, আমাদের থানার যেহেতু মামলা তাহলে এখানকার আদালতেই পাঠানো হবে।’

অনশন প্রত্যাহার করলেন জবি শিক্ষার্থীরা, চলবে শাটডাউন

কারখানা ভাঙচুরে ৪৫৩ শ্রমিককে শোকজ, প্রতিবাদে সড়ক অবরোধ

এইচএমপিভি প্রতিরোধে বিমানবন্দরে মাস্ক পরার নির্দেশ

কোন কোন আদালতে এখনো লোহার খাঁচা, জানতে চান হাইকোর্ট

সেকশন