হোম > সারা দেশ > ঢাকা

নারী নিয়ে পরিবহন শ্রমিকদের ধারণায় পরিবর্তন আনবেন ড্রাইভিং প্রশিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের গণপরিবহনে নারীদের হয়রানি নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে গণপরিবহন ব্যবহার করে অফিসে যেতে কর্মজীবী নারীদের জীবন দূর্বিসহ হয়ে ওঠে। এ অবস্থা পরিবর্তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীকে মোটর ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে গড়ে তুলেছে। এ নারী প্রশিক্ষকেরাই পরিবহন শ্রমিকদের নারী সম্পর্কিত ধারণায় পরিবর্তন আনবেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভাকক্ষে নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পাদন বিষয়ে শিক্ষণ দেওয়াই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে টট (ToT) প্রশিক্ষণার্থীগণ কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।

প্রশিক্ষক ফাতেমাতুজ্জোহরা রুপা বলেন, ‘বিআরটিসির প্রশিক্ষকেরা সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন কীভাবে ট্রেনিং করাতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে যেভাবে দেশের জন্যে করে যাচ্ছেন, আমরাও করতে পারি। আমাদের যদি সে ধরণের সুযোগ দেওয়া হয়, আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। বাংলাদেশের আমূল পরিবর্তন আমরা আনতে পারবো। পরিবহন খাত নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে, সেটা পরিবর্তন করতে পারবো যথাযথ সহযোগিতা পেলে।’

অপর প্রশিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘পরিবহন এমন একটি খাত, সেখানে অর্থনীতি থেকে প্রতিটি খাতই জড়িত। পরিবহনের অদক্ষতার জন্যে অর্থনীতিতে ক্ষতি আসতে পারে। সেজন্য আমাদের এ খাতে পরিবর্তন আনতে হবে। আমরা প্রশিক্ষণ নিয়েছি নারীদের শুধু নয়, পুরুষদেরও যেন শেখাতে পারি।’

নারীদের গণপরিবহনে ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় বের হলে গণপরিবহনে ম্যানার নেই। যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকেরা খারাপ ব্যবহার করছে, যাত্রীরাও করছে। নারী প্রশিক্ষক, চালকেরা এক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন সবার সহযোগিতায়। যে যোগ্য তাঁকেই সে জায়গায় দেওয়া উচিত সে নারী হোক বা পুরুষ।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩