হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানোর অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে চলন্ত বাসে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ভুক্তভোগী শাহেব আলীর শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘ব্যাপারী স্টোর’ নামে একটি আন্ডার গার্মেন্টসের দোকান রয়েছে। রোববার সকালে মালামাল নিয়ে উত্তরায় গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তুলেছেন। দুপুরে কোনো একটি বাসের স্টাফ শাহেব আলীর মোবাইল থেকে বাড়িতে কল দিয়ে জানান, তিনি (শাহেব আলী) বাসের ভেতরে অচেতন হয়ে আছেন। পরে ওই বাসের স্টাফেরা তাঁকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর শ্যালক রতন। 

রতন আরও বলেন, ‘তাঁর (শাহেব আলী) কাছে আনুমানিক দেড় লাখ টাকা ছিল। সেই টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে।’ 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে শাহেব আলী নামের ওই ব্যক্তির পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। 

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন