Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকে বহিষ্কার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকে বহিষ্কার

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সকে (২২) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে এ ঘটনায় আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্সকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার জনৈক হাজী কালুর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফাহিম ইসলাম প্রিন্সসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। প্রিন্সের সঙ্গে আটক অপর তিনজন হলেন, মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন। 

পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম মিয়া বলেন, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান