শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সকে (২২) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনায় আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্সকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম মিয়া বলেন, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।