হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে অর্ধকোটি টাকার ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবা, হেরোইনসহ রবিউল আলম ওরফে বাবু (৩৩) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের বাউনিয়া রানওয়েসংলগ্ন প্রিয়াংকা সিটির গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। বাবু মাদক সম্রাট বলে দাবি র‍্যাবের। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইমন আলীর ছেলে রবিউল আলম ওরফে বাবু।

এ বিষয়ে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে।’

এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া রবিউলের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এএসপি জানান, সর্বশেষ মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় রবিউলের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য