হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে অর্ধকোটি টাকার ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবা, হেরোইনসহ রবিউল আলম ওরফে বাবু (৩৩) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের বাউনিয়া রানওয়েসংলগ্ন প্রিয়াংকা সিটির গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। বাবু মাদক সম্রাট বলে দাবি র‍্যাবের। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইমন আলীর ছেলে রবিউল আলম ওরফে বাবু।

এ বিষয়ে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে।’

এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া রবিউলের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এএসপি জানান, সর্বশেষ মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় রবিউলের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন