নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সড়ক পরিবহন ও সেতু সচিব মনজুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে গণভবনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সার্ভিস লেন ব্যবহার করে মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে। সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না।
মোটরসাইকেলকে গতিসীমা মেনে পদ্মা সেতু পার হতে হবে জানিয়ে কাদের বলেন, মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সুযোগটি বাতিল করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শৃঙ্খলা নষ্ট করলে সুযোগটি বাতিল করা হবে। আশা করি, আপনারা সুযোগটি নষ্ট করবেন না।’
এর আগে গত বছর ২৭ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। পদ্মা সেতু চালু হওয়ার এক দিন পরই সেতুতে মোটরসাইকেল চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আরও খবর পড়ুন: