নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে বিপাকে পড়েছে রাজধানীসহ সারা দেশের নিম্ন আয়ের মানুষ। এই অসহায় ও দুস্থ পরিবারগুলোকে সাহায্য করার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বৃহস্পতিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হবে ৬৬ হাজার ৬৬৬ টাকা। সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের কাছে এ বরাদ্দের টাকা পৌঁছে দেওয়া হবে। কাউন্সিলরেরা তাঁদের ওয়ার্ডের অসহায় পরিবারের তালিকা করে এই সহায়তা বিতরণ করবেন।