মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ইউসুফ ব্যাপারী (৫৭) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউসুফ ব্যাপারীর ছেলে সিরাজ ব্যাপারী ব্যাডমিন্টন খেলতে গেলে দিদার ও লিটনের সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে প্রতিবেশী এলমেস, লিটন, দিদারসহ আট-দশজন সিরাজের বাবা ইউসুফকে বাড়ি থেকে তুলে নিয়ে ব্যাপক মারধর করেন। হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন।
গুরুতর আহত ইউসুফকে প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এ বিরোধে এত বড় ঘটনা ঘটবে, আমরা কল্পনাও করিনি। তাদের মধ্যে আগের কোনো শত্রুতাও ছিল না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
নিহত ইউসুফ ব্যাপারীর ছেলে হাবিব বলেন, ‘আমার ছোট ভাই মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে কথা-কাটাকাটি হয়। এর জেরে আমার বাবাকে নির্মমভাবে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটির জেরে ইউসুফ ব্যাপারী নামের একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’