হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদ্‌যাপন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপরে শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয় ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আজকের পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রতিনিধি মো. মঞ্জুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান বক্তব্য রাখেন।

এ সময় কালের কণ্ঠের রিপোর্টার সাব্বিরুল ইসলাম সাবু, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক নয়া দিগন্তের শাহানুর ইসলাম, একাত্তর টেলিভিশনের মনিরুল ইসলাম মিহির, এনটিভির আহম্মদ সাব্বির সোহেল, প্রথম আলোর আব্দুল মোমিন, ডিবিসির আশরাফুল আলম লিটন, বাংলা ভিশনের আকরাম হোসেন, এটিএন বাংলার শহিদুল ইসলাম সুজন, অগ্নিবিন্দু সম্পাদক আকমল হোসেন, সংবাদের রামপ্রসাদ সরকার দিপু, বাংলা নিউজের সাজিদুর রহমান রাসেল, মোহনা টেলিভিশনের সালাউদ্দিন রিপন, ইনকিলাবের শাহিনুল ইসলাম তারেক, দীপ্ত টিভির জাহিদুল হক চন্দন, কালবেলার সেলিম মিয়া, দেশ বর্তমানের আরেফিন আপেল, আজকের পত্রিকার ঘিওর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শিবালয় প্রতিনিধি শহিদুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি সুজন মোল্লা, সাটুরিয়া প্রতিনিধি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকা ইতিমধ্যে গণ মানুষের মন জয় করে নিয়েছে। অফিস আদালত, হাট বাজারে অন্য সব পত্রিকার পাশাপাশি এখন আজকের পত্রিকা দেখা যায়। সারা দেশের মত মানিকগঞ্জে আজকের ব্যাপক চাহিদা দেখা গেছে। আজকের পত্রিকা শুরু থেকে বস্তুনিষ্ঠ বজায় রেখে চলেছেন। অন্য অনেক পত্রিকার চেয়ে আজকের পত্রিকার মান অনেকটা ভাল। সামনে এই পত্রিকা আরও চলবে এমনটা প্রত্যাশা কর্তৃপক্ষের কাছে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি