Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঠিকাদারকে সমন্বয় করে কাজ করতে বললেন বিএনপি নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ঠিকাদারকে সমন্বয় করে কাজ করতে বললেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি। 

অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’ 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন