হোম > সারা দেশ > গাজীপুর

ঠিকাদারকে সমন্বয় করে কাজ করতে বললেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি। 

অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’ 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য