Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ গৃহবধূর লাশ মিলল সেপটিক ট্যাংকে

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

নিখোঁজ গৃহবধূর লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনু বেগম (২৬) উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী। 

আজ শনিবার দুপুরে নিজ বাড়ির ট্যাংকে তাঁর লাশ পাওয়া যায়। 

মিনুর মা সোনাই বেগম বলেন, মিনুর সঙ্গে চাচাতো ভাই উজ্জ্বলের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন চালাত। দুই বছর আগে উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করলে এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরে ৫ আগস্ট সকাল থেকে মিনুকে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে জিজ্ঞাসা করলেও শ্বশুরবাড়ির লোকজন সন্তোষজনক কোনো উত্তর দেননি। 

এ ঘটনায় ৮ আগস্ট উজ্জ্বল, তাঁর বাবা কুদ্দুস শেখ ও মা জহুরা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। আজ শৌচাগারের ট্যাংক থেকে গন্ধ পেয়ে সেখানে খোঁজ চালিয়ে মিনুর লাশ পাওয়া যায়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানিয়ে এর বিচার দাবি করেন মা সোনাই। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মিনুর ননদ ও দেবরের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনসহ আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল