Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর