Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ও পুরানা পল্টনে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই ভবঘুরে ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে এবং আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন মোড়ে দুর্ঘটনায় তাঁরা মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এতে সেখানে ঘুমিয়ে থাকা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে। ওই ব্যক্তি অনেক বছর যাবৎ পুরানা পল্টন মোড়ে থাকতেন। সেখানে রোড ডিভাইডারের ওপর ঘুমাতেন। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

এদিকে, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি নিজেই যাত্রাবাড়ী জনপদ মোড়সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে উঠে যান। সেখানে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ব্যক্তির বয়স আনুমানিক (৩৮) বছর। তিনি এলাকায় ভাসমান হিসেবে থাকতেন। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে রাতেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন