হোম > সারা দেশ > ঢাকা

জাজিরা থানায় ওসির ঝুলন্ত লাশ

শরীয়তপুর প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮: ১৪

শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে তাঁর লাশটি পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম। তিনি থানা ভবনের ভেতর থেকে বরে হয়ে সাংবাদিকদের বলেন, ওসি আল আমিনের মরদেহ এখনো জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ওসি আল আমিনের মৃত্যুর খবরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাজিরা থানা ভবনে অবস্থান করছেন। প্রশাসনের কর্মকর্তা ব্যতীত কাউকে থানার ভেতর প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ।

জাজিরা থানার সামনে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

সরেজমিন বিকেল ৪টার দিকে দেখা যায়, থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।

গত ১৪ সেপ্টেম্বর ওসি আল আমিন জাজিরা থানায় যোগদান করেন। তাঁর বাড়ি বরিশালের মুলাদী।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বনানীর ২০ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া

নিয়োগ নির্মাণ কেনাকাটায় প্রধান শিক্ষকের দুর্নীতি

পলাতক সেই ওসিকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের আলটিমেটাম

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার