হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর আগুনে ৬ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর রাজৈরে আগুন লেগে ছয়টি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও আরও ৫টি দোকান আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। 

আজ রোববার ভোরে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্রি এলাকার একটি দোকান ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আবুক্কর সিদ্দিকের তিনটি, জমেত শেখের দুটি ও মো. মস্তফার একটি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও আরও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে। 

আগুনে ক্ষতিগ্রস্ত আবুক্কর সিদ্দিক বলেন, ‘আগুনে ৬টি দোকার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়াও আরও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

রাজৈরের টেকেরহাট ফায়ার সার্ভিসের পোর্টস্থল কাম নদী স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য