কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আজ বুধবার (১৯ জুন) বিকেলে সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত নাদিম কর্তা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তা বাড়ির কফিল উদ্দিনের ছেলে। আহত ইউপি সদস্যর নাম নাদিম মিয়া বলে জানা গেছে।
জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (১৬ জুন) মৌটুপি গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষ হয়। এতে কর্তা বাড়ির নাদিম কর্তা নামে একজন সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত নাদিম কর্তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মৃত্যুর খবর কেউই আমাকে এখনো অবগত করেনি। তবে আজ বুধবার বিকেলে সংঘর্ষের খবর শোনার পর ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’