হোম > সারা দেশ > ঢাকা

সোনাহাট সেতু দিয়ে রাতে ২ সপ্তাহ বন্ধ থাকবে যান চলাচল 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে আগামী দুই সপ্তাহ রাতে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম সওজ দপ্তর সূত্রে জানা গেছে, সেতু মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা বাস্তবায়িত হবে। 

জানা গেছে, ভূরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। লোহার পাতি খুলে গেছে। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। 

সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, নতুন সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় পুরোনো সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। মেরামতের জন্য এর আগেও সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। 

কুড়িগ্রাম সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ চলবে। মেরামত চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মেরামত শেষ হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা