Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সোনাহাট সেতু দিয়ে রাতে ২ সপ্তাহ বন্ধ থাকবে যান চলাচল 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোনাহাট সেতু দিয়ে রাতে ২ সপ্তাহ বন্ধ থাকবে যান চলাচল 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে আগামী দুই সপ্তাহ রাতে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম সওজ দপ্তর সূত্রে জানা গেছে, সেতু মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা বাস্তবায়িত হবে। 

জানা গেছে, ভূরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। লোহার পাতি খুলে গেছে। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। 

সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, নতুন সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় পুরোনো সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। মেরামতের জন্য এর আগেও সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। 

কুড়িগ্রাম সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ চলবে। মেরামত চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মেরামত শেষ হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক