হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পাকদীতে মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর ফকির (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের পৌর এলাকার পাকদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

জানা গেছে, নিহত মজিবুর ফকির পৌরসভার থানতলী এলাকার ভাষাই ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শুক্রবার রাতে রিকশাচালক মজিবুর রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় পৌর এলাকার পাকদী ট্রাকস্ট্যান্ডের দিকে পৌঁছালে মোস্তফাপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মজিবুর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আবদুল্লা ও রবিউলও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মজিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা