Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মাদারীপুরের পাকদীতে মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর ফকির (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের পৌর এলাকার পাকদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

জানা গেছে, নিহত মজিবুর ফকির পৌরসভার থানতলী এলাকার ভাষাই ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শুক্রবার রাতে রিকশাচালক মজিবুর রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় পৌর এলাকার পাকদী ট্রাকস্ট্যান্ডের দিকে পৌঁছালে মোস্তফাপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মজিবুর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আবদুল্লা ও রবিউলও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মজিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু