Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বিদ্যুতায়িত হয়ে ২ রংমিস্ত্রি নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে বিদ্যুতায়িত হয়ে ২ রংমিস্ত্রি নিহত

ঢাকার দোহার উপজেলায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আর্শেদ আলীর ছেলে মো. মনির হোসেম (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিষ্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো. সানি (৩২)। তাঁরা রংমিস্ত্রি ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে দুই মিস্ত্রি নির্মাণাধীন ভবনের রাস্তা সংলগ্ন স্থানে রঙের কাজ করছিলেন। তাঁদের পাশেই ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ছিল। এ সময় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। 

দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেঘটনার পরপরই খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদী বলেন, ওই বাড়ির সীমানা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ৩৩ হাজার ভোল্টেজের মেইন লাইন রয়েছে। তাই বাড়ির মালিক ও শ্রমিকদের অনেক সাবধানতার সঙ্গে কাজ করা উচিত ছিল। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ