হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মুকুন্দি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া সদর ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে আজ সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। 

এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। জাহাঙ্গীর হোসেন ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। অন্যদিকে শব্দর আলী ভূঁইয়া তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 

আজ দুপুর সাড়ে ১২টায় বৃষ্টির সময় মুকুন্দি এলাকার নারী ভোটকেন্দ্রের বাইরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকেরা শব্দর আলীকে তুলে নিয়ে মারধর করেন। শব্দর আলীর লোকজন সামনে এগিয়ে আসলে তাঁদের লক্ষ্য করে ককটেল ছোড়ে জাহাঙ্গীর হোসেনের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভোটকেন্দ্রে। লাইন ছেড়ে নারী ভোটাররা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছেড়ে দেওয়া হয় শব্দর আলীকে। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষের কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবীর হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভোট গ্রহণ চলমান আছে।’

প্রসঙ্গত জাহাঙ্গীর হোসেন উটপাখি প্রতীকে ও শব্দর আলী ডালিম প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় ভোটাররা জানান, জাহাঙ্গীর হোসেন আগে বিএনপি করতেন। এখন তিনি আ.লীগের পরিচয় দিয়ে চলেন। অন্যদিকে শব্দর আলী স্থানীয় আ.লীগ কর্মী।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা