Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পরে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েতটুলি গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। 

মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান জানান, বংশাল কায়েতটুলীতে তাঁদের নিজেদের বাসা। তাঁর বাবার নাম জুয়েল আলম। ভোরে তাঁর মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

মশিউর আরও জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি এমনিতেই পড়ে গিয়েছে তা বলতে পারছেন না। 

উপপরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা আছে।

এনআরবিসি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা, দ্বিতীয় দিনেও বন্ধ জুয়েলারি দোকান

সপরিবার নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩