হোম > সারা দেশ > ঢাকা

‘নিজের দুর্নীতি ঢাকতে আমাদের ওপর দায় চাপাচ্ছেন শিল্পকলার ডিজি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন  সংগঠনটি থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম। একই সঙ্গে তাঁরা দাবি করেছেন, শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী নিজের করা দুর্নীতি থেকে অন্য দিকে মিডিয়ার দৃষ্টি সরাতে তাদের ওপর অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি করেন। 

 কামাল বায়েজীদ কামাল বলেন, সভাপতি গঠনতন্ত্রের প্রতি কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে আমাকে সেক্রেটারি জেনারেলের পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজ অবধি আমাকে কোনো চিঠি না দিয়ে গত শনিবার সংবাদমাধ্যমে প্রেস রিলিজ আকারে প্রকাশ করে আমার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সংগঠনের সম্মানহানি করেছে ও সংগঠনকে বিভক্ত করার প্রয়াস নিয়েছেন। 

তিনি বলেন, ৪৫ বছর নাট্য জীবনে আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। কোনো আর্থিক অনাচারের সঙ্গে নিজেকে যুক্ত করিনি। সেই আমাকে সংগঠনের অর্থ লোপাটের মতো  ঘৃণ্য অপরাধে অপরাধী করে সংবাদমাধ্যমে প্রকাশ করে তখন এর প্রতিবাদে আমি বাধ্য হয়েছি। 

অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম বলেন, আমার দায়িত্বকালীন সময়ে একবার সুযোগ হয়েছিল হিসাব দেওয়ার। তাঁরা কখনোই আমার কাছ থেকে হিসাব চাননি। আমি নিজ উদ্যোগে হিসাব দিয়েছি। 

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ একটা আই ওয়াশ। তাঁকে যে দুদকে তলব করা হয়েছে, এইটা নিয়ে নাট্যকর্মীরা খুব লেখালেখি করছে। এখন আমাদের ওপর যদি অপবাদ দেওয়া  হয়, তাহলে এদিকেই সবার নজর পড়বে। 

সংবাদ সম্মেলন থেকে সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত করার দাবি জানান। 

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির ‘মিথ্যা অভিযোগ’ তুলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ও শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকীসহ সংগঠনের একটি অংশের সদস্যরা তাঁদেরকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। গত শনিবার ফেডারেশনের সম্পাদক (প্রচার) মাসুদ আলম বাবুর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল বায়েজীদ ও রফিবুল্লাহ সেলিমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন